জানা অজানা সকল কিছু! জানতে সাথেই থাকুন।

Pages

Friday, November 26, 2021

পুরাতন ক্যামেরা কেনার আগে দেখে নিন এই ৫ টি বিষয় । ঠকবেন না আর

ক্যামেরা কেনার আগে অবশ্যই দেখে কেনা উচিত।  আজকে আমরা দেখবো পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত। Second Hand DSLR Camera Price in BD

পুরাতন ক্যামেরা কেনার আগে দেখে নিন এই ৫ টি বিষয় । ঠকবেন না আর




১.  শাটার কাউন্টঃ 

 প্রথম ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো দেখা উচিত তার ভেতরে অন্যতম হচ্ছে শাটার কাউন্ট। ক্যামেরা কেনার আগে অবশ্যই আমাদের চেক করে দেখে নিতে হবে যে সেই ক্যামেরা তে বর্তমানে শাটার কাউন্ট কত আছে। শাটার কাউন্ট বাড়তে থাকলে ক্যামেরার শাটার এর আয়ু কমতে থাকে।  এর কারণে পরবর্তীতে দেখা দেয় নানা রকম জটিলতা। 

 পুরাতন ক্যামেরা কেনার আগে অবশ্যই নিজে একবার শাটার কাউন্ট চেক করে দেখে নেওয়া উচিত এবং সবসময় উচিত 40 থেকে 60 হাজার এর ভেতর শাটার কাউন্ট দেখে পুরাতন ক্যামেরা কেনা।  এর বেশি হলে ক্যামেরাটা না নেওয়াই ভালো চেষ্টা করতে হবে এরকম শাটার কাউন্ট এর ক্যামেরা খোজা। 


২. সেন্সর চেক করাঃ

 বেশকিছুদিন ক্যামেরা রেগুলার ব্যবহার করলে কিংবা আর্দ্র আবহাওয়ায় ক্যামেরা ব্যবহার করলে ক্যামেরার সেন্সর ফাঙ্গাস বা  ডাস্ট পড়ার সম্ভাবনা থাকে।  তাই এক্ষেত্রে পুরাতন ক্যামেরা কেনার আগে অবশ্যই ক্যামেরার সেন্সর ভালো করে চেক করে নিতে হবে।  লেন্স খুলে ভিতরে ভালো করে দেখতে হবে সেখানে যেন কোন প্রকার বা ফাংগাস না থাকে সেন্সরে বা মিরর এ।


৩. বডি ও সুইচ চেকঃ

 দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে ক্যামেরার বডিতে কাটাছেঁড়া ভাঙ্গা দেখা দিতে পারে।  এর পাশাপাশি ক্যামেরার গায়ের সুইচগুলো দুর্বল হতে থাকে।  পুরাতন ক্যামেরা কেনার আগে সবসময় ক্যামেরার গায়ের সুইচগুলো ভালো করে চেক করে নিতে হবে শাটার  বাটন ভালো করে চেক করে নিতে হবে। 


৪. ব্যাটারি চেকঃ

 ব্যাটারি সম্পূর্ণ রিচার্জ করলে কেমন ব্যাকআপ দিচ্ছে তা ভালো করে চেক করে নিতে হবে। 


৫. রিফারবিশড চেক করাঃ

 ক্যামেরা টি অনেকদিন ব্যবহার করার পরে আবার কালার করা কিনা তা চেক করতে হবে।  ক্যামেরার নিচে স্ক্রল গুলো ভালো করে চেক করে নিতে হবে।  স্ক্রু গুলো খোলা হয়েছে কিনা ও নিচের সিল ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে।


 এ বিষয়গুলো ভালভাবে চেক করার পরে যদি সবকিছু আপনার মনের মত ঠিক মনে হয় তাহলে ক্যামেরাটাকে কিনতে পারেন।



ক্যামেরা সম্পর্কে আরো জানতে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে -






Share:

Related Posts:

0 comments:

Post a Comment

Hot Deals